বাংলাদেশের খবর

আপডেট : ০৭ January ২০১৯

বিপিএলে মঙ্গলবার মাঠে নামছেন গেইল

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল সংগৃহীত ছবি


ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরে মাঠে নামতে প্রস্তুত।

আগামীকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন গেইল। সন্ধ্যা ৫টা ২০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। খবর ইউএনবির

এর আগে, রংপুর রাইডার্সের প্রথম দুই ম্যাচে মাঠে নামেননি গেইল। দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে হেরেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

দুই দিন আগেই ঢাকায় আসেন এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব। তবে এনওসি জটিলতার কারণে মাঠে দেখা যায়নি গেইলকে।

সোমবার রংপুর রাইডার্সের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মঙ্গলবার গেইলের খেলতে কোনো বাধা নেই।

সূত্রটি বলেছে, ‘বিসিবির হাতে গেইলের এনওসি (অনাপত্তিপত্র) দেরিতে আসে। বিপিএলের নিয়মানুযায়ী এনওসির জন্য তাকে অপেক্ষা করতে হয়। লিগে অংশ নিতে এখন গেইলের আর কোনো বাধা নেই।’

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে ১১টি ম্যাচে অংশ নেন গেইল। তার দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির কল্যাণে রংপুর রাইডার্স শিরোপা জেতে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১