আপডেট : ০৭ January ২০১৯
‘শেষ ভালো যার’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সাঈদ বাবু ও মুমতাহিনা চৌধুরী টয়া। নাটকের গল্পে ভাই-বোনের চরিত্রে দেখা যাবে তাদের। দুই ভাই বোনের গল্পসহ আরো নানান প্রাসঙ্গিক গল্প নিয়েই ‘শেষ ভালো যার’ ধারাবাহিক নাটকের গল্প এগিয়ে যাচ্ছে। রাকেশ বসুর রচনা ও পরিচালনায় ধারাবাহিকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে বিটিভিতে প্রচার হচ্ছে এটি। এতে অভিনয় প্রসঙ্গে সাঈদ বাবু বলেন, ‘রাকেশ দা যেমন অসাধারণ একটি নাটক রচনা করেছেন ঠিক তেমনি নির্দেশনা দিচ্ছেন অনেক যত্ন নিয়ে। আমরা প্রত্যেকেই অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করছি। বিটিভির নাটক যে এখনো অনেক দর্শক দেখেন তা আবারো প্রমাণ পেলাম।’ একই প্রসঙ্গে টয়া বলেন, ‘এই ধারাবাহিকে আমি চুমকি চরিত্রে অভিনয় করছি। নাটকটি প্রচারের শুরু থেকেই আমি বেশ সাড়া পাচ্ছি। নাটকটির গল্প যেমন অসাধারণ রাকেশ দাদার নির্মাণশৈলীও চমৎকার। তাছাড়া এই নাটকে অনেক কিংবদন্তি শিল্পীও কাজ করছেন, যাতে আমি অনেক খুশি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১