বাংলাদেশের খবর

আপডেট : ০৭ January ২০১৯

শুভ জন্মদিন আঁখি আলমগীর

আঁখি আলমগীর ছবি : সংগৃহীত


প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে একজন শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি আলমগীর। তারপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। তবে এই সময়ের মিউজিক ভিডিওতে আঁখি আলমগীরের উপস্থিতি প্রমাণ করে, তিনি শুধু একজন সঙ্গীতশিল্পী নন, একজন ভালো অভিনেত্রীও বটে। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর আজ জন্মদিন।

বয়স কত হলো? এমন প্রশ্নের উত্তরে মিষ্টি হেসে তিনি বলেন, ‘দেখে যত মনে হয় তত’। জন্মদিনের প্রথম প্রহরটা শুরু হয় তার আদরের দুই মেয়ে স্নেহা এবং আরিয়ার অপরিসীম ভালোবাসার মধ্য দিয়ে। জন্মদিন উপলক্ষে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হবেন আঁখি আলমগীর। তিনি সরাসরি তার ভক্ত, দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলবেন।

জন্মদিন প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে সুস্থ, সুন্দর এক জীবন দিয়েছেন। আমার দুই মেয়ে স্নেহা এবং আরিয়াকে নিয়ে, আমার ব্যক্তি জীবন, আমার সঙ্গীত জীবনসহ সব মিলিয়ে আমি বেশ ভালো আছি। আমার ভালোবাসার মানুষরা সব সময়ই আমার সঙ্গে আছেন এটাই জীবনের অনেক বড় প্রাপ্তি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১