আপডেট : ০৬ January ২০১৯
বলিউডে তিনি যেন নারী অধিকারের প্রতিভূ। তার এবং ঋত্বিক রোশনের বাকযুদ্ধ উত্তাপ ছড়িয়েছিল সিনে দুনিয়ায়। সেই কঙ্গনা রানাউত ফের মুখ খুললেন মেয়েদের যৌন হেনস্থার প্রসঙ্গে। আর প্রথমেই বললেন নিজের কথা। জানালেন, তার যখন সবেমাত্র ১৬ বছর বয়স, সেই সময়ই যৌন হেনস্থার প্রতিবাদে প্রথম এফআইআর করেন তিনি। আর এরপরেই আবার শোরগোল পড়ে যায় বলিউড পাড়ায়। উল্লেখ্য, বলিউডে যতবার মেয়েদের বিরুদ্ধে কোনো কথা উঠেছে ততবারই রুখে দাঁড়িয়েছেন 'কুইন'। ‘#মিটু’ প্রসঙ্গেও অভিযুক্তদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। আগামী ২৫ তারিখ মুক্তি পাচ্ছে তার বহুল আলোচিত ছবি 'মণিকর্ণিকা'। সে নিয়েই আপাতত প্রচারে ব্যস্ত কঙ্গনা। হায়দ্রাবাদে ছবির প্রচারে গিয়েই মেয়েদের যৌন হেনস্থা নিয়ে মুখ খোলেন তিনি। আর সে প্রসঙ্গে জানান, নিজের ১৬ বছর বয়সের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১