আপডেট : ০৫ January ২০১৯
বিশেষ প্রতিনিধি হরিণাকুণ্ডু উপজেলায় টেলিভিশন চুরির অপবাদে রানা নামে এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, হরিণাকুণ্ডু উপজেলার শ্রীপুর গ্রামে টেলিভিশন চুরির অপবাদ দিয়ে রানাকে নির্যাতনের ঘটনায় তার বাবা ওমর আলী বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিন ও কাজী বাবলুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে বাংলাদেশের খবর অনলাইন সহ বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের টনক নড়ে। উল্লেখ্য ২৮ ডিসেম্বর হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে একটি টেলিভিশন চুরি হয়। এ ঘটনায় রানার উপর সন্দেহ এবং ভোটের কারনে বিরাগের বশবর্তী হয়ে ধরে নিয়ে এসে গাছে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করা হয়। এ ঘটনার একটি ভিডিও শুক্রবার ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং বিভিন্ন মাধ্যমে এটি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর গ্রেফতার করা হল আসামিদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১