আপডেট : ০৫ January ২০১৯
গ্ল্যামার আর অভিনয়গুণে অনেক আগেই দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। কাজের স্বীকৃতি হিসেবে সেরা চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। সীমানা পেরিয়ে ওপার বাংলাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান। বৈশাখী টেলিভিশনের জীবনীভিত্তিক অনুষ্ঠান ‘প্রিয়মুখ’-এ অতিথি হিসেবে আসছেন এ অভিনেত্রী। আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এতে জয়া তার অতীত, বর্তমান, স্বপ্ন, আনন্দ-বেদনা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন। শাহ্ আলম ও আলমগীর রাসেলের প্রযোজনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও সমন্বয় করেছেন দুলাল খান। এদিকে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন জয়া আহসান। গেল বছর মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ছবি ‘দেবী’। মুক্তির পর দর্শকমহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে ছবিটি। প্রথম ছবির সাফল্যের পর ‘ফুড়ুৎ’ শিরোনামের আরো একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন জয়া আহসান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১