বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

নতুন মন্ত্রিসভার শপথ সোমবার

বঙ্গভবন সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হতে যাওয়া সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন। ওই দিন বিকেল ৩টায় শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বৃহস্পতিবার বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এমন তথ্য জানিয়েছেন।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে।  এর মধ্য আওয়ামী লীগ একাই জয় পেয়েছে ২৫৭টি আসনে। আর বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন।  নির্বাচনে এককভাবে ২২টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১