বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০১৮

এয়ারটেল বাজ ইউটিউব চ্যানেলে দুই লাখ সাবস্ক্রাইবার

এয়ারটেল বাজ ছবি : ইন্টারনেট


দেশের টেলিকম চ্যানেল হিসেবে প্রথমবারের মতো ইউটিউবের সিলভার প্লে বাটন অর্জন করেছে এয়ারটেল বাজ। ইতোমধ্যে চ্যানেলটিতে (youtube.com/user/AirtelBuzzVideos) দুই লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে বলে জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ।

এ অর্জনের জন্য দেশজুড়ে বিস্তৃত সব বন্ধুকে ধন্যবাদ জানিয়ে এয়ারটেলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এয়ারটেলের আঞ্চলিক গান, ভাইরাল ভাই গান ও ইয়োলো ফেস্ট’র মতো নানা বিনোদনমূলক কন্টেন্ট নিয়ে টিউবটি সমৃদ্ধ হওয়ায় বন্ধুরা এতে আকৃষ্ট হয়েছে বলে বিশ্বাস ব্র্যান্ডটির। 

প্রসঙ্গত, ভারতি এন্টারপ্রাইজের একটি আন্তর্জাতিক ব্র্যান্ড ‘এয়ারটেল’ গ্রাহকসংখ্যার দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। ২০১৬ সালের ২৮ জানুয়ারি মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ ও ভারতের ভারতি এন্টারপ্রাইজ বাংলাদেশে পরিচালিত তাদের কার্যক্রম একীভূতকরণের বিষয়ে একমত হয়। এরপর উচ্চ আদালতের সম্মতিক্রমে একীভূত কোম্পানি হিসাবে ২০১৬ সালের ১৬ নভেম্বর থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রবি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১