বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০১৮

ভোট বর্জন করলেন আন্দালিব রহমান পার্থ

আন্দালিব রহমান পার্থ ছবি : সংগৃহীত


অনিয়ম-কারচুপির অভিযোগ তুলে ঢাকা-১৭ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী আন্দালিব রহমান পার্থ ভোট বর্জন করেছেন। পোলিং এজেন্টদের মারধর, ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, কোনো কোনো কেন্দ্রে ঢুকতে না দেয়াসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন তিনি। 

আজ রোববার দুপুরে ভোট বর্জনের কথা জানিয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট বর্জন করছি। তিনি বলেন, সব কেন্দ্রেই আমার এজেন্ট, সমর্থক ও ভোটারদের বাধা দেয়া হচ্ছে। এটাই প্রমাণ করে দলীয় সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তবে তিনি সকালে ভোট দিয়েছেন বলে জানান। 

এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) নির্বাচন করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১