আপডেট : ২৯ December ২০১৮
রুহুল আমিন ভূঁইয়া টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বড় পর্দায়ও সমান জনপ্রিয়তা ও সফলতা পেয়েছেন তিনি। ছোটপর্দায় বার বার নিজেকে ভেঙেছেন। আবিষ্কার করেছেন নতুন চরিত্রে। তারই ধারাবাহিতায় দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। ‘বাবা রহস্য’ শিরোনামের থ্রিলার, সাসপেন্স, প্রেম ও গোয়েন্দাধর্মী গল্পের এই ছবিটি পরিচালনা করবেন অভিষেক বাগচি। ছবিতে মূল ভূমিকায় থাকছেন তিশা। তার চরিত্রটিকে কেন্দ্র করেই এগিয়ে যাবে কাহিনী। নতুন বছর জানুয়ারি থেকে ছবির চিত্রায়ণ শুরু হওয়ার কথা রয়েছে। ‘বোবা রহস্য’ ছবিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এ অভিনেত্রী বলেন, ‘ভালো কিছু কাজের সঙ্গে থাকতে চাই। ভালো কাজ করতে চাই। সব সময় সে চেষ্টা করেছি। এ ছবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটছে না। ছবির গল্প আমি পড়েছি। আমার কাছে তা ভালো লেগেছে।’ ছবিতে নিজের চরিত্রটি প্রসঙ্গে জানতে চাইলে তিশা বলেন, ‘চরিত্র নিয়ে আপাতত কিছু বলতে চাই না। তবে এতটুকু বলব, ভালো একটা গল্পের ছবি হবে। আশা করছি সব কিছু মিলিয়ে একটা ভালো কাজ হবে এবং সবাই কাজটি পছন্দ করবেন।’ নায়িকা না গল্পের চরিত্রকে গুরুত্ব দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, ‘আমি সব সময়ই গল্পের চরিত্রকে গুরুত্ব দিই। কখনো নায়িকা হতে চাইনি। একজন শিল্পী হতে চেয়েছি, একজন ভালো অভিনেত্রী হতে চেয়েছি। গল্পই আমার কাছে মূল্যবান মনে হয়।’ মুক্তির অপেক্ষায় রয়েছে তিশা অভিনীত ও তৌকীর আহমেদ পরিচালিত নতুন ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবির গল্প ১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। ৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। বছর শেষে কাজের মূল্যায়ন করে তিশা বলেন, ‘আমি সব সময় প্রতিটি কাজেই হ্যাপি থাকি। বরাবরই বেছে কাজ করছি। চলতি বছর বেছে ভালো কিছু কাজ করেছি। তার রেসপন্সও পেয়েছি। নতুন বছরও বেছে কাজ করব। সব কিছু মিলিয়ে আমি হ্যাপি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১