বাংলাদেশের খবর

আপডেট : ২৭ December ২০১৮

ইভিএমের ছয় আসনে ‘মক ভোট’ আজ

ইভিএমের ছয় আসনে ‘মক ভোট’ আজ প্রতীকী ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ছয়টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মক (অনুশীলনমূলক) ভোটগ্রহণ আজ ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয়টি আসনের সব কেন্দ্রে একযোগে অনুশীলন কার্যক্রম চলবে। ভোটারদের প্রশিক্ষণ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের অফিসার ইনচার্জ এসএম মাহমুদ আরাফাত জানান, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ছয়টি আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত

ইভিএমের নেওয়া হয়েছে। গত ২৬ নভেম্বর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য ছয়টি আসন চূড়ান্ত করে ইসি। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করে এসব আসন চূড়ান্ত করা হয়। আসন ছয়টি হলো ঢাকা-৫, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। আগে থেকে তৈরি তালিকায় থাকা ৪৮ আসনের মধ্য থেকে এ ছয় আসন চূড়ান্ত করা হয়।

কমিশন সূত্রে জানা গেছে, ইভিএমে ভোটের জন্য চূড়ান্ত হওয়া ছয় আসনে মোট ৮৪৫টি কেন্দ্র রয়েছে। আসনগুলোয় মোট ভোটার ২১ লাখ ২৪ হাজার ৪১১ জন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১