আপডেট : ২৭ December ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবার ভোটের মাঠে নামছেন নৌ-পুলিশ সদস্যরা। আজ থেকে তারা নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার নৌ-পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসান এ তথ্য জানান। শেখ মুহম্মদ মারুফ হাসান বলেন, নির্বাচনী নিরাপত্তায় দেশের ১৩টি জেলার নির্ধারিত স্থানে প্রায় দেড় হাজারের বেশি নৌ-পুলিশের সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তার দায়িত্ব পালনে নৌ-পুলিশের নিজেদের কোনো পরিকল্পনা নেই। তবে সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী কর্মকর্তার নির্দেশে সংশ্লিষ্ট সদস্যরা দায়িত্ব পালন করবেন। ভোটের দিন ও ভোটের আগে-পরে সার্বিক নিরাপত্তায় নৌ-পুলিশের সদস্যরা থানা পুলিশকে সার্বক্ষণিক সহায়তা করবেন বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১