বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৮

ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মালয়েশিয়ায় আলোচনা সভা


আশরাফুল মামুন

আগামী ৩০শে ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন মালয়েশিয়াস্থ বৃহওর সিলেটের জাতীয়তাবাদী ফোরামের নেতারা।

রাজধানী কুয়ালালামপুরের হোটেল মেট্রোতে অনুষ্ঠেয় এক আলোচনা সভার মধ্য দিয়ে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন ‘ধানের শীষের সমর্থকবৃন্দ।

আনোয়ার হোসেন সেলিমের সভাপতিত্বে ও মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়া ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও শাহজালাল ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক জাহেদ চৌধরী, আব্দুল ওয়াল,ফয়েজ উদ্দিন ,শেখ রুহেল,কামরুল হাসান রতন, আহমেদ শাহ করিম,রুহুল আল-আমিন,এমজে কাউসার, আব্দুল মুহিত আলমগীর,আব্দুল মুহিত খান,আব্দুল আহাদ,আহমেদ রুমেন,কলিমুদ্দী,নুরুল আমিন মান্না।

এছাড়াও নির্বাচনী প্রচারনার এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আমরুল জাবেদ, সানি আহমেদ, মাহাতাব রহমান, ইমরান আহমেদ শিপন সহ আরো অনেকেই।
আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় ও বাংলাদেশের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১