আপডেট : ২৪ December ২০১৮
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা পুলিশ তিনটি পেট্রোল বোমাসহ মমিন হাওলাদার (৪৫) এক বিএনপি নেতাকে আটক করেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার লক্ষীবাজার থেকে তাকে আটক করা হয়। মহিপুর থানার এস আই এনায়েত হোসেন জানান, ‘লক্ষীবাজার এলাকায় পাকা রাস্তা কেঁটে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫০ জনের বেশি দূস্কৃতীকারী পালাতে সক্ষম হলেও মমিনকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে তিনটি পেট্রোল বোমা ও রাস্তা কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। দূস্কৃতীকারীরা প্রায় পাঁচ ফুট চওড়া রাস্তার অন্তত চার ফুট গভীর করে কেঁটে বিচ্ছিন্ন করে দেয়। গ্রেফতার হওয়া মমিন হাওলাদার ৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও মোয়াজ্জেমপুর গ্রামের রব হাওলাদারের ছেলে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে। এছাড়া আজ সোমবার দুপুরে পৌর শহরের মাদরাসা রোড এলাকা থেকে উপজেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন সিকদার সোহেলকে আটক করেছে পুলিশ। কলাপাড়া থানার পরিদর্শক আলী আহম্মেদ বলেন, সোহেলকে পুরানো মামলার আসামী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১