বাংলাদেশের খবর

আপডেট : ২৪ December ২০১৮

ভারতে অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা 


পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত। এ নিয়ে সপ্তমবারের মতো এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল দেশটি। এর আগে সর্বশেষ পরীক্ষাটি চালায় ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড (এসএফসি) চলতি বছরের ২ জানুয়ারি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

গতকাল রোববার চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় সেনাবাহিনী। স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে উড়িষ্যা উপকূলের ড. আবুল কালাম দ্বীপে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা হয়। ভারতের প্রতিরক্ষা বাহিনী এই পরীক্ষাকে সম্পূর্ণ সফল বলে দাবি করেছে। তাদের মতে, পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়ে যাবতীয় লক্ষ্য অর্জন হয়েছে। একটি ভ্রাম্যমাণ উৎক্ষেপক থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালানো হয়। এ সময় এর সব ধরনের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করা হয়।

ক্ষেপণাস্ত্রটির সবধরনের প্যারামিটারের গতিবিধি পর্যবেক্ষণ করতে উড়িষ্যা উপকূলে রাডার ও ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম স্থাপন করা হয়। লক্ষ্যে আঘাত হানা পর্যবেক্ষণ করতে নৌবাহিনীর দুটি জাহাজও মোতায়েন ছিল। ভারতের নির্মিত ১৭ টন ওজনের এই ক্ষেপণাস্ত্রটি চার হাজার কিলোমিটার দূরপাল্লার। অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র পঞ্চম প্রজন্মের কম্পিউটার ও প্রকৌশল বিজ্ঞানে নির্মিত। তাই লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময়ে নিজে নিজেই ভুল সংশোধন করতে সক্ষম। এতে যুক্ত রিং লেজার গাইরো-বেজড ইন্টারশিয়াল নেভিশেগন সিস্টেম (আরআইএনএস) লক্ষ্যবস্তুতে আঘাত হানা নিশ্চিত করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১