বাংলাদেশের খবর

আপডেট : ২৪ December ২০১৮

৬৫-তে আলাউদ্দীন আলী

আলাউদ্দীন আলী ছবি : সংগৃহীত


বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক অনবদ্য সুর সম্রাটের নাম আলাউদ্দীন আলী। তার হাতে সৃষ্টি হয়েছে এদেশে অসংখ্য জনপ্রিয় গান। গীতিকবিদের কবিতা আর আলাউদ্দীন আলীর মনকাড়া সুর শিল্পীদের কণ্ঠে হয়ে উঠেছে অনন্য। যে কারণে একজন সুরকার হিসেবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। একবার পেয়েছেন গীতিকার হিসেবে। বরেণ্য এই সঙ্গীত পরিচালকের জন্মদিন আজ।

জন্মদিনের শুরুর প্রহরটা পরিবারের সঙ্গে কাটবে তার। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন তিনি। এরপর বাকি সময়টুকু রাজধানীর রামপুরায় নিজ বাসভবনেই কাটাবেন আলাউদ্দীন আলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে কী মন এবং শরীর দুটোর কোনোটাই ভালো নেই। আমজাদ ভাই চলে যাওয়ার পর থেকে ভীষণ খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। কারণ আমরা একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি। তিনি এভাবে হুট করে চলে যাবেন, কল্পনাও করতে পারিনি। যাই হোক আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, আরো ভালো কিছু কাজ আমি আমার সঙ্গীতাঙ্গনকে দিয়ে যেতে পারি।’

আলাউদ্দীন আলীর জন্ম পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। তার চাচা ওস্তাদ সাদেক আলীর কাছেই তিনি প্রথম বেহালা বাজাতে শিখেন। আলাউদ্দীন আলী যখন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়েন সে সময় তার লেখা ও সুর করা গানে প্রথম কণ্ঠ দেন খুরশীদ আলম। আলাউদ্দীন আলীর ভাষ্য মতে, তিনি পাইকারি কাজ করেন না। ভালো পারিশ্রমিকের কাজ পেলে সময় নিয়ে নিজের মেধা খাটিয়ে ভালো কাজ করার চেষ্টা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১