আপডেট : ২৩ December ২০১৮
শিগগিরই দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওসহ প্রকাশ পেতে যাচ্ছে সঙ্গীতশিল্পী এমআই মিঠুর নতুন গান ‘আহত চড়ুই’। এ মিজানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ুন। গানটির কথার সঙ্গে মিল রেখে একটি মনছোঁয়া মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে এমআই মিঠু বলেন, ‘মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হলেই গানটির প্রকাশকাল এবং প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়ে পরে জানানো হবে। অসম্ভব সুন্দর কথামালায় এ মিজান গানটি লিখেছে। একইভাবে হূদয় ছুঁয়ে যাওয়া সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ুন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।’ ‘বন্ধু সাড়া দাও’খ্যাত এমআই মিঠু তার নতুন গানটি নিয়ে আশাবাদী। তিনি জানান, তার গাওয়া কিছু প্রিয় গানের মধ্যে এটি অন্যতম। বেশ যত্ন নিয়ে দারুণ উপভোগ্য করে গানটি করেছেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১