বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০১৮

প্রশংসিত আনুশকা


এ বছর আনুশকা শর্মা অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সে হিসেবে বছরটা তার জন্য স্পেশাল। সেটা স্বীকারও করেছেন এই অভিনেত্রী। তবে ‘জিরো’ ছবিতে অভিনয় করে যে প্রশংসাটা তিনি পাচ্ছেন, তা ছাপিয়ে গেছে অন্য সব কিছু।

গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আনুশকা বলেছেন, এই ছবি নিয়ে আমি শুরু থেকেই খুব আশাবাদী ছিলাম। এতে আমি ‘সেরিব্রাল পালসি’তে আক্রান্ত এক রোগীর চরিত্রে অভিনয় করছি। এই রোগে আক্রান্তরা কেমন আচরণ করে, তাদের সীমাবদ্ধতা, অভিব্যক্তি, বাচনভঙ্গি— সব আমাকে জানতে হয়েছে। এ ধরনের রোগীদের ভেতর থেকে একটা ঝাঁকুনি আসে। আমাকে নিজে থেকে এই ঝাঁকুনি আনতে হয়েছিল। সব মিলিয়ে বেশ কষ্টকর ছিল কাজটি।

কষ্ট করলে কেষ্ট মেলে। আনুশকা তার কষ্টের ফল পাচ্ছেন। শুক্রবার মুক্তির পর আনুশকার নামে ধন্য ধন্য রব পড়ে গেছে।

নিজের এই অবস্থান তৈরি করতে বিস্তর সংগ্রাম করতে হয়েছে আনুশকাকে। সে কথাও বলেছেন এবার। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে তাকে নিয়ে কাজই করতে চায়নি কেউ। করণ জোহর তো অন্য পরিচালকদের নিষেধই করেছেন তাকে কাস্ট করতে। অনেকটা ক্ষোভের সঙ্গেই বলেছেন আনুশকা সে কথা।

তিনি বলেন, শুরু থেকে সবাই আমার প্রশংসা করেছে, এমন নয়। করণ জোহর বলেছিল আদিত্য চোপড়াকে, আমাকে সিনেমায় না নিতে। পরে অবশ্য আদিত্য সিদ্ধান্ত বদলে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে আমাকে নেয়। আসলে মানুষ অনেক বেশি তুল্যমূল্য বিচার করে, যা আমার একদমই পছন্দ নয়। তবে আমি মনে করি, প্রত্যেকের ‘জিরো’ ফিল করা উচিত। নিজেকে শূন্য ভাবা প্রয়োজন। তাহলেই আপনি ওপরে উঠতে পারবেন।

‘জিরো’ ছবিতে আনুশকার সহশিল্পী বলিউডের কিং খান শাহরুখ। এ নিয়ে চারটি ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। শাহরুখ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, শাহরুখ অসম্ভব কাজপাগল। আর নিজের পেশা নিয়ে খুবই আবেগপ্রবণ। এতটা উচ্চতায় গিয়ে আজো শাহরুখ একজন নবীন হয়ে সেটে আসেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১