আপডেট : ২২ December ২০১৮
গোলাম কিবরিয়া: বিপিএল সিজন সিক্স এখন হাত ছোঁয়া দূরত্বে দাড়িয়ে। অংশ নেয়া ফ্রেঞ্চাইজিগুলোও সেরে নিচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা গ্রুপের (প্রেস অ্যান্ড মিডিয়া) কোঅর্ডিনেটর এবং বাংলাদেশের খবরের ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক, হেড অফ অপারেশন তাসভির উল ইসলাম এবং উপদেষ্টা মেহেরাব আলম চৌধুরীসহ অন্যান্যরা।
এ ক্ষেত্রে আর সবার থেকে এক ধাপ এগিয়ে বিপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। দল গঠনের পর, এবায় স্পন্সরদের সঙ্গে গাটছড়া বাঁধছে বসুন্ধরা গ্রুপের দলটি। যার ধারাবাহিকতায় এবায় কেডিএস গ্রুপের সঙ্গে স্পন্সর চুক্তি সই করলো রাইডার্সরা। এসময় রংপুর রাইডার্সের প্রধান নির্বাহি কর্মকর্তা ইশতিয়াক সাদেক, কেডিএস গ্রুপের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার সাজ্জাদ আল মামুন ও কেডিএসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসছে বছরে, জানুয়ারির ৫ তারিখে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১