বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৮

সোনালি মানুষদের স্মরণে প্রাচ্যনাটের ‘খাঁচা ভাঙ্গার গান’


সদ্য প্রয়াত চিত্র পরিচালক আমজাদ হোসেন, চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুল এবং চিত্র গ্রাহক আনোয়ার হোসেনের স্মরণে দেশের প্রথম সারির নাট্যদল প্রাচ্যনাট আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলের লবিতে পরিবেশন করবে মিউজিক্যাল ইম্প্রোভাইজেশন পারফরম্যান্স ‘খাঁচা ভাঙ্গার গান’।

এ ছাড়া সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে প্রাচ্যনাটের নাটক ‘সার্কাস সার্কাস’। এই প্রদর্শনীটিও প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুলের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে।

‘সার্কাস সার্কাস’ প্রাচ্যনাটের প্রথম মূলধারার নাট্য প্রযোজনা। একঝাঁক তরুণের এক সাহসী পদক্ষেপ এই ‘সার্কাস সার্কাস’। প্রথম প্রদর্শনীর পর খুব শিগগিরই এই প্রযোজনাটি বছরের সেরা প্রযোজনাগুলোর একটি হিসেবে মর্যাদা পায়। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) ১৯৯৮-এর বার্ষিক প্রতিবেদনে ‘সার্কাস সার্কাস’ কে নতুন একটি দলের প্রযোজনা হিসেবে সবচেয়ে বেশি সম্ভাবনাময় প্রযোজনা হিসেবে আখ্যায়িত করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১