বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৮

সিলেট-২ আসনে রুশদীর স্থলে মোকাব্বির

তাহসিনা রুশদীর লুনা ছবি : সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা আদালতে স্থগিত হওয়ায় নতুন প্রার্থী ঠিক করা হয়েছে। রুশদীর স্থলাভিষিক্ত হয়েছেন মোকাব্বির খান।

গণফোরামের মিডিয়া কর্মকর্তা লতিফুল বারী সাংবাদিকদের বলেন, বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর প্রার্থিতা আদালত বাতিল করায় ওই আসনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে মনোনীত করেছে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

আরপিও অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার তিন বছর পর সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার বিধান থাকলেও তাহসিনা রুশদীর ছয় মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নেন। তাই আদালত তার প্রার্থিতা বাতিল করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১