বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৮

সিরিজ জেতার ম্যাচে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলাদেশ টি-টোয়েন্টি দল ছবি : ইন্টারনেট


সিলেটের টি-টোয়েন্টি ম্যাচে হেরে যে শঙ্কার মেঘ জমেছিল, তা কেটে গেছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পরের ম্যাচ জিতে। এখন সিরিজ জয়ের লড়াইয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সিরিজে ফেরা দুর্দান্ত জয়ে বাংলাদেশ দলে বইছে ওই আত্মবিশ্বাসের জোয়ার। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে আজ শনিবার বিকাল ৫টায় মিরপুরেই টি-টোয়েন্টির বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে সাকিব বাহিনী।

এই ম্যাচে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে দারুণ এক অর্জন। কোনো এক দলের সঙ্গে এক সিরিজে তিনটি সংস্করণেই জয়ের স্বাদ কখনো পায়নি বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি জিতলে বাংলাদেশের ক্রিকেট উঠবে সেই নতুন উচ্চতায়। এতে প্রেরণা জোগাচ্ছে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে পরের দুটিতে জয়ী হয়ে সাকিবদের সিরিজ লাভের বিষয়টি।

এবার টেস্ট সিরিজে ২-০ এবং ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে কাগজে-কলমে বাংলাদেশ ছিল এগিয়ে। তবে সংক্ষিপ্ত সংস্করণের শুরুটায় যেন নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন সত্তা জেগে উঠেছিল ক্যারিবিয়ানদের। প্রথম টি-টোয়েন্টিতে সিলেটে ব্যাটে-বলে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে। তাদের পাওয়ার ক্রিকেটের সামনে ৮ উইকেটে হেরে বাংলাদেশকে মনে হয়েছিল অসহায়। দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে জেতে টাইগাররা। তাদের ৪ উইকেটে ২১১ রানের জবাবে ক্যারিবিয়ান দল করে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে করে ১৭৫ রান।

প্রথম ম্যাচে হারের জবাব বাংলাদেশ মিরপুরে দিয়েছে দারুণভাবে। টি-টোয়েন্টিতে বড় স্কোরের জন্য কখনোই খুব পরিচিত ছিল না বাংলাদেশ। কিন্তু এ দিন নিজেদের ব্যাটিংকে যেন অন্য উচ্চতায় তুলে নিয়েছিল ব্যাটসম্যানরা। প্রথমবারের মতো আগে ব্যাট করে তুলেছে দুইশোর বেশি রান, দেশের মাটিতেও দু‌ইশ ছুঁয়েছে প্রথমবার। সেই বড় রানের ভিত্তিতে দাঁড়িয়ে সাকিব আল হাসানের নেতৃত্বে বোলাররা এনে দিয়েছেন জয়।

আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ১২তম টি-টোয়েন্টি লড়াই। এর আগে ১১টি ম্যাচে উভয় দল ৫টি করে জয় পেয়েছে এবং একটি ম্যাচ হয় পরিত্যক্ত। আজকের জয়ী দল পরস্পরের মোকাবেলায়ও এগিয়ে যাবে। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১