বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০১৮

প্যানেল চেয়ারম্যানসহ দশ ইউপি সদস্যের আওয়ামী লীগে যোগদান


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীকে সমর্থন জানিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাঁচ নং বাংড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফসহ দশ ইউপি সদস্য আওয়ামী লীগে যোগদান করেছেন।

আজ শুক্রবার সকালে সোহেল হাজারীর বাসায় গিয়ে তারা যোগদান করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন।

যোগদানকৃত ইউপি সদস্যরা হলেন- ময়ছের মন্ডল, এখলাস মন্ডল, বেল্লাল সিকদার, কালা চান বাবু, শহীদ ফকির, মজনু মন্ডল, শহিদুল ইসলাম, মোছাম্মত চায়না, নার্গিস আক্তার ও শাহীনা আক্তার।

এসময় তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই আমরা তার উপর আস্থা রেখে নৌকার প্রার্থী সোহেল হাজারীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১