আপডেট : ২১ December ২০১৮
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। আজ শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র জানিয়েছে, আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেন ওরফে মুহাদ্দিস আবু সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে। এর একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরে নিন্ম আদালতে আত্মসমর্পণ করেননি। এ কারণে তার সেই জামিন বাতিল হয়ে গেছে। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পেইন্ডিং নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১