বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০১৮

বিকেলে ড. কামালের সংবাদ সম্মেলন

ড. কামাল হোসেন ছবি : সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি তার অসুস্থতার কারণে করতে না পারায় সেটি শুক্রবার বিকেলে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন ও সবশেষ রাজনৈতিক পরিস্থিতি সংবাদমাধ্যমকে অবহিত করতে পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।

গতকাল ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ড. কামাল অসুস্থ বোধ করায় বৃহস্পতিবারের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনের নতুন সময় শুক্রবার বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে।

ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১