আপডেট : ২১ December ২০১৮
নতুন করে সদস্যপদ প্রদানের বিষয়ে বিদ্যমান নীতিমালা সংশোধনের লক্ষ্যে অতিরিক্ত সাধারণ সভার আয়োজন করেছিল দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর লেকশোর হোটেলে বেসিসের এই অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় বেসিসের দুই শতাধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে নতুন সদস্যপদ, প্রক্রিয়া, যোগ্যতা, শর্তাবলী ও যথাযথ প্রতিষ্ঠানকে বেসিসের সদস্যপদ প্রদান বিষয়ে প্রয়োজনীয়তা পরীক্ষা-নিরীক্ষা করে সুনির্দিষ্টভাবে কিছু নীতিমালা সংশোধন এবং যুগোপযোগী নীতিমালা প্রণয়নের প্রস্তাব পেশ করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। তিনি বলেন, বেসিস গত ২০ বছরে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে পরিণত হয়েছে এবং সরকারসহ সব মহলে বেসিসের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব বেড়েছে। ফলস্বরূপ বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী বা উদ্যোক্তা, বিশেষত যেসব প্রতিষ্ঠান সফটওয়্যার, আইটি এনাবল্ড সার্ভিসেস এবং ভার্চুয়াল ব্যবসা করছে, সেসব প্রতিষ্ঠান এমনকি বাংলাদেশে নিবন্ধিত বিদেশি প্রতিষ্ঠান- সবাই বেসিসের সদস্যপদ লাভ করতে এখন আগ্রহী। আমরাও চাই সফটওয়্যার, আইটি এনাবল্ড সার্ভিসেস এবং ভার্চুয়াল ব্যবসাসংশ্লিষ্ট সব ব্যবসা প্রতিষ্ঠান বেসিসের সদস্যপদ লাভ করুক এবং সবাইকে সঙ্গে নিয়ে আমরা তথ্যপ্রযুক্তি শিল্প খাতের উন্নয়নে কার্যকর অবদান রাখি। সে লক্ষ্যেই আমাদের এই সংঘবিধি সংশোধনের উদ্যোগ। সংশোধনী প্রস্তাবনার ওপর উপস্থিত সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন। বিস্তারিত আলোচনান্তে সংশোধনী প্রস্তাবগুলো বেসিস সদস্যদের কণ্ঠভোটে পাস হয়। সবশেষে সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন বেসিস সভাপতি। আলমাস কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, দিদারুল আলম, মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১