আপডেট : ২১ December ২০১৮
ওপার বাংলার অঙ্কিত আদিত্য পরিচালিত ‘থাই কারি’ ছবিতে অভিনয় করছেন দুই বাংলার পরিচিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবির চিত্রায়ণে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন তিনি। ছবিতে মিমের বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। পরিচালক সূত্রে জানা গেছে, ‘থাই কারি’ ছবিতে মায়া ও অয়ন চরিত্রে দেখা যাবে মিম ও সোহমকে। কমেডি ঘরানার এ ছবিটি প্রসঙ্গে মিম বলেন, ‘চমৎকার গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। প্রেম, বন্ধুত্ব ও প্রবাসীদের জীবনযাপনসহ অনেক বিষয় উঠে আসবে ছবিটিতে। থাইল্যান্ডে চিত্রায়ণ খুব ভালোভাবেই হচ্ছে। আশা করি ছবিটি দারুণ হবে।’ মিম আরো জানান, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত থাইল্যান্ডে ছবির চিত্রায়ণ চলবে। ছবিতে মিম-সোহম ছাড়া আরো অভিনয় করছেন অভিজিৎ গুপ্ত, সারস্বত, ইন্দ্রনীল, হিরণ প্রমুখ। এর আগে দুই বাংলার যৌথ প্রযোজনার ‘ব্ল্যাক’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন মিম-সোহম। এ ছাড়া ওপার বাংলার ‘সুলতান’ ও ‘ইয়েতি অভিযান’ ছবিতে দেখা গিয়েছিল মিমকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১