বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০১৮

নেত্রকোনায় বিএনপি প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে অবস্থান ধর্মঘট

হামলার প্রতিবাদে অবস্থান ধর্মঘট ছবি : ইন্টারনেট


নেত্রকোনা ও কলমাকান্দা প্রতিনিধি

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যরিস্টার কায়সার কামালের উপর হামলার প্রতিবাদে কলমাকান্দা ইউএনও’র কার্যালয়ের সামনে দীর্ঘ ৪ ঘন্টা অবস্থান ধর্মঘট করেছে কায়সার কামালসহ তার দলীয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ওই কর্মসূচি চলার পর হামলাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাস পেয়ে প্রতিবাদকারীরা বিকেল ৪ টায় ধর্মঘট প্রত্যাহার করেন।

ব্যরিস্টার কায়সার কামাল বলেন, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদের নির্বাচনি প্রচারনা মিছিলটি কলমাকান্দা উপজেলা সদরের আওয়ামী লীগ অফিসের সামনে যেতেই লাঠিসোটা নিয়ে স্থানীয় কিছু ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী এসে আকস্মিকভাবে মিছিলে হামলা চালায়। হামলায় চার-পাঁচ জন মিছিলকারী আহত হন। পরে হামলাকারীদের বিচারের আওতায় আনা এবং নির্বাচনে শান্তিপূর্নভাবে প্রচারনা চালানোর দাবিতে ওই ধর্মঘট হয়। ধর্মঘটে ইউএনও মো. জাকির হোসেন আশ্বস্ত করেন দোষীদের বিচারের ব্যাবস্থা করাসহ নির্বাচনে প্রত্যেকের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হবে। এ আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

কলমাকান্দার ইউএনও মো. জাকির হোসেন জানান, তিনি ব্যরিস্টার কায়সার কামালের অভিযোগ শুনেছেন। বিষয়টি তদন্ত করে থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১