বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০১৮

সমালোচিত বিজ্ঞাপন

মুখ খুললেন চঞ্চল-তিশা


সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বইছে একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের পর থেকে। ওই বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। বিজ্ঞাপনে সোহেল ও স্বপ্না চরিত্রে দেখা গেছে তাদের। ৫০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনে দেখা গেছে, রাস্তার মোড়ে হঠাৎ দেখা সোহেল ও স্বপ্নার। সোহেল জানতে চাইলে স্বপ্না জানায়, সিনেমা দেখতে হলে যাচ্ছে সে। এ সময় সোহেল ঢাকার আঞ্চলিকতায় বলে, ‘সিনেমার লাইগা হলে যাওন লাগে! আমি ডাউনলোড কইরা দেই।’

মূলত বিজ্ঞাপনে এমন সংলাপে জ্বলে উঠেছে চলচ্চিত্র পাড়ার অনেকেই। তাদের দাবি, এমন বিজ্ঞাপন প্রচারের ফলে মানুষ হলে গিয়ে সিনেমা দেখতে উৎসাহিত হবেন না। তারা ডাউনলোড করেই ছবি দেখতে উৎসাহ পাবেন। চিত্রপাড়ার অনেকেই চঞ্চল-তিশার এ বিজ্ঞাপনের কড়া সমালোচনা করে প্রশ্ন তুলেছেন— কীভাবে চঞ্চল-তিশা সিনেমা ডাউনলোড করে দেখার পরামর্শ দিলেন? অনেকে আবার চঞ্চল-তিশাকে বয়কট করার আহ্বানও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ দিকে জল ঘোলা হওয়ার পর সমালোচিত বিজ্ঞাপনটি নিয়ে মুখ খুলেছেন চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। বিজ্ঞাপনটি সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি থেকে অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন। বিজ্ঞাপনের কথাগুলো একটা পার্সপেকটিভ থেকে একটা প্রডাক্টের জন্য বলা হয়েছে।’

‘আমি আর তিশা কোথাও গিয়ে বলেছি হলে সিনেমা দেখার দরকার নেই, ডাউনলোড করে দেখি— বিষয়টা কিন্তু এমন না। এটা শুধুই একটা প্রডাক্টের বিজ্ঞাপন। সিনেমা হল বন্ধ করা বা খোলা এ বিজ্ঞাপনের উদ্দেশ্য না। নেটওয়ার্কের স্পিড বোঝানোই ছিল এ বিজ্ঞাপনের উদ্দেশ্য।’ যোগ করে এমনটাও বলেন চঞ্চল।

একই বিষয়ে অভিনেত্রী তিশা বলেন, ‘আসলে বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা করা ঠিক হচ্ছে না। বিজ্ঞাপনটি যদি ভালোমতো খেয়াল করা হয় তাহলে দেখা যাবে, সোহেলকে ডাউনলোড স্পিড দেখিয়ে স্বপ্না কিন্তু সিনেমা হলের দিকেই রওনা দেয়। আর এই বিষয়টি নিয়ে আমাদের দোষারোপ না করে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে ভালো হয়। গল্পটা কিন্তু আমাদের না। আমরা কেবল অভিনয় করেছি।’

সমালোচকদের উদ্দেশে চঞ্চল বলেন, ‘আমাদের যেটা নিয়ে চিন্তা করা দরকার আমরা সেটা করি না। একটা ভুল ধরতে হবে, সেটার জন্য আগে পিছে না ভেবে অনেক কিছু বলে দেই।’ বিজ্ঞাপনটি সবাই নেতিবাচকভাবে দেখছে উল্লেখ করে তিশা বলেন, ‘এই বিজ্ঞাপনে একটা বার্তা আছে। ডাউনলোড করতে পারলেও সবাই সিনেমা হলেই যাওয়া উচিত সিনেমা দেখতে, এই বার্তা দেওয়া হয়েছে বিজ্ঞাপনটি থেকে। ডাউনলোড করার পরও যে সিনেমা হলে যাচ্ছি, আমার মনে হয় সেদিকে নজর দেওয়া উচিত।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১