আপডেট : ১৯ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ ( মদন,মোহনগঞ্জ ,খালিয়াজুরি) আসনে র্বতমান সাংসদ ও আওয়ামীলীগের মনোনিত প্রার্থী রেবেকা মমিন এর পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন মোহনগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা। আজ বুধবার সকালে মোহনগঞ্জ পৌর শহরে তারা নৌকা প্রতীকের লিপলেট বিতরণ করে জনগণের কাছে নৌকায় ভোট চান। মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক জানান , ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী অবহেলিত ভাটিবাংলার মানুষের আশ্রয়স্থল, হাওড় জননী রেবেকা মমিনের নৌকায় ভোট দিয়ে তাকে র্নিবাচিত করবে হাওড় পাড়ের জনগণ।’ এসময় তারা এলাকার মানুষের জন্য রেবেকা মমিনের নিজস্ব দান সম্পর্কে সবাইকে অবহিত করেন। এসবের মধ্যে মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে ১৫.৫ শতাংশ জমি দান, সাব রেজিষ্ট্রি অফিস নির্মাণে ৩৩ শতাংশ, উপজেলা মডেল মসজিদ নির্মানে ৪২ শতাংশ ও পৌরসভার কাজিয়াটি গ্রামে গোরস্থান নির্মাণে ৭২ শতাংশ জমি দানসহ এলাকার উন্নয়নে তার বিভিন্ন অবদান বিষয়েও জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১