আপডেট : ১৮ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রাদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে চাঁদপুরের কচুয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ‘উপজেলা জাগো হিন্দু পরিষদের’ ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় ১০ দফা দাবী বাস্তবায়নে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা জাগো হিন্দু পরিষদের সাধারন সম্পাদক অপু চক্রবর্তী। বক্তব্য রাখেন, সভাপতি রাজীব চন্দ্র শীল । এ সময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, আবুল হোসেন, সদস্য সনতোষ চন্দ্র সেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১