বাংলাদেশের খবর

আপডেট : ১৮ December ২০১৮

হাঙ্গেরিতে দাস আইনের বিরুদ্ধে বিক্ষোভ-সংঘর্ষ


হাঙ্গেরিতে বছরে ৪০০ ঘণ্টা ওভারটাইমের সুযোগ রেখে আইন পাসের প্রতিবাদে করা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই আইনকে ‘দাস আইন’ আখ্যায়িত করে গত রোববার রাতে রাজপথে নেমে আসেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। খবর সিএনএন।

বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমটিভি-এর সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, দাঙ্গা মোকাবেলার পোশাক পরা পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ছুড়ছে। গত বুধবার হাঙ্গেরির পার্লামেন্টে এই আইনটি পাস হয়। সরকারের দাবি, শ্রমিকদের স্বার্থেই কর্মঘণ্টায় এই স্বেচ্ছামূলক পরিবর্তন। এতে করে মানুষ বেশি কাজ ও আয় করতে পারবে।

আগের আইনে মালিক বছরে শ্রমিকদের ২৫০ ঘণ্টা ওভারটাইম করাতে পারতেন। বুধবার পার্লামেন্টে আরেকটি বিতর্কিত আইন পাস হয়। এতে নতুন একটি আদালত ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই আদালত আইন মন্ত্রণালয়ের অধীনে থাকবে। এটি সরকারের কর ও নির্বাচনের মতো বিষয়ের বিভিন্ন মামলা পরিচালনা করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১