আপডেট : ১৭ December ২০১৮
নাটোরের গুরুদাসপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে ১৪৫৭ মে.টন লক্ষ্যমাত্রা নিয়ে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ওই চাল সংগ্রহের অভিযানের উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ মনির হোসেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মকলেচ আল আমিন, ওসিএলএসডি মো. আব্দুর রউফ খান, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ আয়নাল হক তালুকদার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামছুল হক শেখসহ অন্যান্য মিলাররা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে উপজেলা খাদ্য পরিদর্শক মাসুদ রানা বলেন, এলাকায় ধান-চাল উৎপাদনের ওপর নির্ভর করে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। প্রতি কেজি চাল ৩৬ টাকা দরে কেনা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১