বাংলাদেশের খবর

আপডেট : ১৬ December ২০১৮

নানা আয়োজনে ইবিতে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় প্রতিনিধির পাঠানো ছবি


নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মহান বিজয় দিবস ২০১৮ উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে ক্যাম্পাস চত্ত্বরে বর্ণাঢ্য শোভাযাত্র, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মোনাজাত, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করে বেলুন উড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং উপ-রেজিস্ট্রার নওয়াব আলী খান প্রমুখ।

পওে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে ‘মুক্তবাংলা’ ভাস্কর্যে গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণে মিলিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন স্তরের সংগঠন সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১