বাংলাদেশের খবর

আপডেট : ১৬ December ২০১৮

গোলটেবিল বৈঠকে আইসিএলডিএস’র ইডি

বাংলাদেশে শাসক বদলের চাহিদা কমে গেছে


পারস্পরিক ভূ-রাজনৈতিক স্বার্থে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শাসক বদলের চাহিদা কমে গেছে বলে মনে করেন ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইসিএলডিএস) নির্বাহী পরিচালক (ইডি) মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশীদ। গতকাল শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আইসিএলডিএস আয়োজিত ‘নির্বাচনের রাজনীতি : মুখ ও মুখোশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের মূল বক্তব্যে তিনি বলেন, ভোট যতই এগিয়ে আসছে, সরকারি দলের নির্বাচনী কৌশল এগিয়ে যাচ্ছে সফলতার দিকে। নিজেদের সুসংহত করতে না পারায় নির্বাচনে পিছিয়ে পড়ছে বিরোধী পক্ষ। নেতা ও নেতৃত্বের গুণগত মানের অভাবেই এমন ঘটছে। অন্যদিকে ডুবন্ত জামায়াতকে বাঁচাতে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট রক্ষা করে এগোনোর কৌশল ঐক্যফ্রন্টের সব নতুন ধারণাকে ডুবিয়ে দিয়েছে। দেশি-বিদেশি বন্ধুদের অনেকেই জামায়াত রক্ষার এ কৌশলকে স্বাগত জানাতে পারেনি।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের বিদেশি সংযোগ খেই হারিয়ে ফেলেছে। তারা সরকারের চাপ সৃষ্টি করতে পারেনি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে কারাগারে ও তারেক রহমানকে বিদেশে রেখে নির্বাচনে যাওয়া বিএনপির অনেক নেতা মেনে নিতে পারছে না, ফলে নির্বাচনে বিজয় অর্জনের আশা কমে যাচ্ছে দলটির তৃণমূলে।

তিনি আরো বলেন, বিএনপি যুদ্ধাপরাধী জামায়াতকে সঙ্গে নিয়ে জোট বানিয়ে নির্বাচনের নামে ক্ষমতাকে জায়েজ করেছে এবং পাকিস্তানের সহায়তায় আন্তর্জাতিক সমর্থনকে নিজ পক্ষে নিয়ে এগিয়ে চলছিল। কিন্তু পর পর দুই মেয়াদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় এলে আবার বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হতে থাকে। যুদ্ধাপরাধের বিচার তাদের জন্য অস্তিত্বের সঙ্কট তৈরি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই ক্লাডসের চেয়ারম্যান মোহাম্মদ জমির। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, পুলিশের সাবেক আইজি নুরুল হুদা ও নুরুল আনোয়ার, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল, নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ, নারী নেত্রী রোকেয়া কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমান, বাংলাদেশ ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১