বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০১৮

৩৯ বছর পর ‘সূর্যোদয়ে তুমি’ গানের মিউজিক ভিডিও

সৈয়দ আবদুল হাদী সংগৃহীত ছবি


কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর গাওয়া অধিকাংশ দেশাত্মবোধক গানই পেয়েছে গ্রহণযোগ্যতা, শ্রোতাপ্রিয়তা। এর মধ্যে অন্যতম ৩৯ বছর আগে গাওয়া ‘সূর্যোদয়ে তুমি’ গানটি। মহান বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি কালজয়ী সেই গানটির নতুন ভিডিও প্রকাশ করেছে বাংলাঢোল। ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি’ মনিরুজ্জামান মনিরের কথায় ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য এর সুর ও সংগীত পরিচালনা করেন আলাউদ্দিন আলী। সবশেষ বাংলাঢোল থেকে প্রকাশিত শিল্পীর ৪৬ গানের সংকলন ‘দ্য লিজেন্ড সৈয়দ আবদুল হাদী’তে রেজাউল করিম লিমনের সংগীতায়োজনে গানটি যুক্ত করা হয়। নতুন ভার্সনটি থাকছে ভিডিওতে।

‘সূর্যোদয়ে তুমি’ মিউজিক ভিডিও নিয়ে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও দেশের মানুষের জন্য এমন একটি গান করতে পেরেছিলাম আমরা। ভালো লাগছে এই কারণে যে, বাংলাঢোলের উদ্যোগে নতুনভাবে গানটি গেয়েছি, সেটির অফিসিয়াল মিউজিক ভিডিও হয়েছে বলে।’ গানটির ভিডিও তৈরি করেছেন হৃদয় চৌধুরী। ভিডিওতে থাকছেন সৈয়দ আবদুল হাদী। বাংলাঢোলের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটির ভিডিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১