বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০১৮

নির্বাচনী প্রচারনায় আন্দালিব রহমান পার্থ, সঙ্গে তাবিথ আওয়াল

ভোটারদের মাঝে লিফলেট বিতরন করছেন আন্দালিব রহমান পার্থ ও তাবিথ আওয়াল ছবি : বাংলাদেশের খবর


ঢাকা-১৭ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে (উপনির্বাচনে) বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। নিবার্চনী প্রচারণায় ভোটারদের মধ্যে সাড়া দেখা যায়। ভোটাররা হাসিমুখে লিফলেট গ্রহণ করেন।

এ সময় ভোটারদের কাছে তাবিদ আওয়াল জোট প্রার্থীর জন্য ভোট চান। তিনি এর আগে সিটি করপোরেশন নির্বাচন করায় ভোটারদের মাঝে বেশ পরিচিতিও রয়েছে। ঢাকা-১৭ আসনটি (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) নিয়ে গঠিত। এ আসনে মহাজোটের দুই প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ (লাঙ্গল) ও আওয়ামী লীগ থেকে মনোনিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। একই আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ নিয়ে লড়ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ। এছাড়াও আসনটিতে লড়বেন তৃণমূল বিএনপির সভাপতি ও বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১