আপডেট : ১৪ December ২০১৮
বাংলাদেশের প্রথম সারির নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ আমন্ত্রিত হয়ে আজ ১৪ ডিসেম্বর ঋত্বিক নাট্যদল বহরমপুর আয়োজিত ১৭তম দেশ-বিদেশের নাট্যমেলায় প্রাঙ্গণেমোর-এর দর্শকনন্দিত প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’ মঞ্চস্থ হবে। এ ছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৩৪তম কল্যাণী নাট্য উৎসবের উদ্বোধনী দিনে প্রাঙ্গণেমোর-এর আরো একটি দর্শকনন্দিত প্রযোজনা ‘হাছনজানের রাজা’ মঞ্চায়ন করতে ২৬ সদস্যের দল ভারত যাচ্ছে। ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ এবং ‘হাছনজানের রাজা’ নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। নাটক দুটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, আওয়াল রেজা, রামিজ রাজু, সরোয়ার সৈকত, মাইনুর তাওহীদ, শুভেচ্ছা রহমান, তৌহিদ বিপ্লব, সবুক্তগীন শুভ, প্রকৃতি শিকদার প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১