বাংলাদেশের খবর

আপডেট : ১৪ December ২০১৮

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত


শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ শুক্রবার সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি ও তার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রায় এক মিনিট দাঁড়িয়ে থেকে জাতির সূর্য সন্তানদের স্মরণ করে তারা। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে আবারো পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। এর পর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। এ উপলক্ষ্যে ওই এলাকায় নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১