আপডেট : ১৩ December ২০১৮
ইউটিউবে প্রকাশিত হয়েছে ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জিরো’ ছবির নতুন গান। ‘হুসনু পারচাম’ শিরোনামের নতুন গানে বেশ আবেদনময়ী রূপে দেখা গেছে ক্যাটরিনাকে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জিরো’ ছবিতে ক্যাটরিনা অভিনয় করেছেন বাস্তবের নায়িকার চরিত্রে। গানটির দৃশ্যায়নও করা হয়েছে সেই দৃষ্টিকোণ থেকেই। সিনেমা হলের পর্দায় বাস্তবের নায়িকাকে দেখে যেভাবে শিস বাজায় দর্শক, তেমনি এই গানটিতেও আবেদনময়ী ক্যাটরিনাকে দেখে নেচেছেন শাহরুখ খান ও তার বন্ধুরা। এর আগে ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জাওয়ানি’ গান দিয়ে বলিউড মাত করেছিলেন ক্যাটরিনা। গান দুটিতে ক্যাটরিনার আবেদন মনে দাগ কেটেছিল অনেক ক্যাট ভক্তের। ‘হুসনু পারচাম’ গান দিয়েও তাই হবে বলে মনে করছেন বলিউড সংশ্লিষ্ট অনেকেই। ‘হুসনু পারচাম’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ভূমি ত্রিবেদী ও রাজা কুমারী। ইরশাদ কামিলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অজয় ও অতুল। প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১