বাংলাদেশের খবর

আপডেট : ১২ December ২০১৮

বঙ্গবন্ধু হাইটেক সিটি

নতুুন করে জায়গা পেল আরো ৭ প্রতিষ্ঠান

# বিনিয়োগ হবে ৫৫৮ কোটি টাকা, কর্মসংস্থান হবে ৫২৫০ জনের

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে ৬ প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি হয় সংগৃহীত ছবি


গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন করে আরো সাতটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে ২০ দশমিক ৪১ একর জায়গা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। গত সোমবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে ৬ প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি হয়। জমি বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ডাটা সফট, আমরা হোল্ডিংস, ডেভ নেট, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম, মিডিয়া সফট ডাটা সিস্টেম ও ইউওয়াই সিস্টেম। এর আগে গত ২৮ নভেম্বর এসবি টেল এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি হয়।

হাইটেক পার্ক কর্তৃপক্ষ জানায়, এ চুক্তির মাধ্যমে যে ৭ কোম্পানি এখানে ২০ দশমিক ৪১ একর জমি বরাদ্দ পেল, তারা হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, বিপিও, ট্রেনিং সেন্টার, ডাটা সেন্টার, মোবাইল ফোন সংযোজন ও উৎপাদন, আরঅ্যান্ডডি প্রভৃতি উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করবে। যার মাধ্যমে এই হাইটেক পার্কে প্রায় ৫ হাজার ২৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া কোম্পানিগুলো এখানে প্রায় ৫৫৮ কোটি টাকা বিনিয়োগ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতায় নির্মিত হাইটেক পার্কগুলোয় বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন হাইটেক পার্কে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য লন্ডনে সেমিনার, রোড শোসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কালিয়াকৈরে ৩৫৫ একর জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটি আমাদের ফ্ল্যাগশিপ প্রকল্প। আমরা আশা করি হাইটেক পার্ক বা সফটওয়্যার টেকনোলজি পার্কগুলো সফটওয়্যার, ইলেকট্রনিকস ইত্যাদি পণ্য রফতানির মূল কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

জানা গেছে, আইটি সার্ভিস, আইওটি প্রোডাক্ট, ডকুমেন্ট স্ক্যানিং, রেকর্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার জন্য ২ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে ডেভ নেট লিমিটেডকে। এছাড়া ডাটা সেন্টার ও আইটি প্রোডাক্ট উৎপাদনের জন্য একই পরিমাণ জমি পেয়েছে স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডও।

মোবাইল ফ্যাক্টরি স্থাপনের জন্য ৩ দশমিক ৫০ একর জমি বরাদ্দ নিয়েছে আমরা হোল্ডিংস। প্রায় ৫০০ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। আর এজন্য প্রতিষ্ঠানটি আগামী তিন বছরে ২৩১ কোটি টাকা বিনিয়োগ করবে। আইটি বা আইটিইএস, ডিভাইস ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বল করার জন্য ২ দশমিক ৭৫ একর জায়গা বরাদ্দ পেয়েছে ডাটা সফট। আর এজন্য ৮০ দশমিক ৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে, সেই সঙ্গে ২৫০ জনের কর্মসংস্থানের সৃষ্টি করবে প্রতিষ্ঠানটি।

হার্ডওয়্যার পণ্য উৎপাদনের লক্ষ্যে ১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে মিডিয়া সফট ডাটা সিস্টেম লিমিটেডকে। ৬০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি কোম্পানিটি বিনিয়োগ করবে ১১ দশমিক ৩৮ কোটি টাকা। আর প্রিন্টেড সার্কিট বোর্ড উৎপাদন এবং স্মার্ট হোম ও ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করার জন্য একই পরিমাণ জমি পাচ্ছে ইউওয়াই সিস্টেম লিমিটেড।

মোবাইল ফোন সংযোজন ও উৎপাদনের জন্য ৮ দশমিক ১৬ একর জমি বরাদ্দ পেয়েছে এসবি টেল এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি মূলত দেশি ব্র্যান্ড সিম্ফনি মোবাইল ফোন সংযোজন ও বাজারজাতকরণ করে। ৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ১২০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গেছে।

সূত্র জানায়, জায়গা বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান জায়গা বুঝেও নিয়েছে। বছরে প্রতি বর্গমিটারের ভাড়া ২ ডলার করে হিসাব করে ৪০ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে এ প্রতিষ্ঠানগুলোকে। একই সঙ্গে কোম্পানিগুলোকে আগামী তিন মাসের মধ্যে প্লট ব্যবহারের বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়া এবং ছয় মাসের মধ্যে অবকাঠামো নির্মাণসহ দৃশ্যমান কাজ শুরু করার শর্তও দিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশের প্রথম হাইটেক পার্ক বঙ্গবন্ধু হাইটেক সিটি কাজ শুরু করার জন্য প্রথম পর্যায়ে প্রাপ্ত ২৩২ একর জমিকে ৫টি ব্লকে ভাগ করে ডেভেলপার নিয়োগ করা হয়। পরে পার্ক সংলগ্ন ৯৭ দশমিক ৩৩ একর জমি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দ পাওয়া যায়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সরাসরি বিনিয়োগকারীদের অনুকূলে প্রথম পর্যায়ে গত ২৫ সেপ্টেম্বর দেশি-বিদেশি আরো ৯ কোম্পানিকে ২১ একর ও দ্বিতীয় পর্যায়ে ৭ কোম্পানিকে বরাদ্দ করা হয়। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দেয়। আর সব মিলে এই হাইটেক সিটিতে প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১