আপডেট : ১১ December ২০১৮
নেত্রকোনার দুর্গাপুরে দুই গ্রুপের সংঘর্ষে কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে ৬ জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়ে। গতকাল সোমবার রাতে ৮ টায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাকড়াই বাজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাকড়াই বাজার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে একটি গ্রুপ ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীরা বাঁধা দিতে আসলে দুই গ্রুপের মাঝে সংর্ঘষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসে। ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীদের বাদী হামলাকারীরা সবাই বিএনপির কর্মী ছিলো। আহতরা হলো, চন্ডিগড় ইউনিয়নের ৯ নং ওয়াড কাউন্সিলর কিতাব আলী (৪৮), ওয়ার্ড যুবলীগ নেতা শাজাহান কবির (৩২), হারুন মিয়া (৩৫), রফিকুল ইসলাম (৩৭), নিজাম উদ্দিন (২৫), ফারুক মিয়া (২৮)। উপজেলার স্বাস্থ্য কমপ্রেক্সের কর্তব্যরত ডাক্তার এ এস এম তানজিরুল ইসলাম বলে, আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হয়েছে। এর মাঝে গুরুতর আহত ৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে রাতেই ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা বাদী হয়ে দুর্গাপুর থানায় ৩টি মামলা দায়ের করে। এই ধারাবাহিকায় রাতেই জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হোসেন আবু চাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ান হোসেন আসাদ, উপজেলা যুবদল সাবেক সভাপতি মজিবুর রহমান ও তার ছেলে ছাত্রদল নেতা দূর্জয়কে পুলিশ আটক করে। দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমান জানায়, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। দ্রুতই আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১