আপডেট : ০৯ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বৈধ প্রার্থী বা তার প্রতিনিধিরা আজ বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। রাজনৈতিক দলগুলোকেও এ সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম জানিয়ে দিতে হবে। আগামীকাল (৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা বৈধ প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেবেন। আগামীকাল থেকে দল বা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নামতে পারবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনও নির্দিষ্ট আসনে রাজনৈতিক দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলেও আজকের মধ্যে তাদের চূড়ান্ত প্রার্থী কে তা জানিয়ে দিলে অন্যদেরটা আপনা-আপনি বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে প্রত্যাহারের প্রয়োজন পড়বে না। তবে স্বতন্ত্র প্রার্থী বা রাজনৈতিক দলের শরিকদের কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহের আগে কোনও প্রার্থী, দল বা তার পক্ষে কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না। আজ সেই তিন সপ্তাহের বাধ্যবাধকতা শেষ হচ্ছে। ফলে সোমবার থেকে নির্বাচনে প্রচারণার পথ উন্মুক্ত হচ্ছে। উল্লেখ্য, কাল ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১