বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০১৮

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মেডিকেলের ২৫ শিক্ষার্থী আহত

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজে ২৫ শিক্ষার্থী আহত ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মেডিকেল কলেজের ২৫জন শির্ক্ষার্থী আহত হয়েছে।

গতকাল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি সেনানিবাস এলাকায় কাভার্ডভ্যান, মালবাহীট্রাক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকরা একটিবাসের ত্রিমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

জানাযায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় গোল চক্করে কাভার্ডভ্যান, মালবাহীট্রাক ও ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকরা একটি বাসের ত্রিমুখি সংঘর্ষ হয়। এসময় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকরা বাসটিতে থাকা অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। দূর্ঘটনার পর বাসে থাকা শিক্ষার্থীদের জানালার গ্লাস ভেঙ্গে উদ্ধারকরা হয়।পরে আহতদের স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

দূর্ঘটনার পর ট্রাক ও ক্যাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়েছে, তবে দূর্ঘটনা কবলিত গাড়ি তিনটি উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১