আপডেট : ০৯ December ২০১৮
সারা দেশে নদী দখলকারীদের নামের তালিকা চেয়েছে নদীর নিরাপত্তা রক্ষার সামাজিক সংগঠন ‘নোঙর’। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানান নোঙর সভাপতি সুমন শামস। মানববন্ধনে তিনি জানান, নদী রক্ষা করতে এখন প্রয়োজন সারা দেশের নদী দখলকারীদের নামের তালিকা তৈরি করে প্রকাশ করা এবং সরকারি অবৈধ দখল উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া। সুমন শামস আরো জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে নদীপথের দৈর্ঘ্য ছিল ২৪ হাজার বর্গকিলোমিটার। কিন্তু দখলকারীরা এ পথের দৈর্ঘ্য কমিয়ে বর্তমানে ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটারে নামিয়ে নিয়ে এসেছে। দেড় হাজার নদী থেকে কমে দেশে এখন নদীর সংখ্যা ৩০০তে ঠেকেছে। ঢাকার চারপাশ ঘিরে থাকা বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা দখল দূষণে মৃতপ্রায়। নাব্য সঙ্কটে বালু নদীতেও নৌযান চলাচল কঠিন হয়ে পড়েছে। ৩৬ কিলোমিটারের এই নদীর ২২ কিলোমিটার অবৈধ দখলে এখন। আর দখল-দূষণের কারণে হারিয়ে গেছে ২৫টি নদী। বর্তমানে বিপন্ন নদীর সংখ্যা ১৭৪টির মধ্যে ১১৭টি মৃতপ্রায়। নদ-নদী-জলাশয় রক্ষার প্রয়োজনীয়তা এখানে নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে আদালতের নির্দেশ উপেক্ষিত হচ্ছে। মানববন্ধনে নদী-প্রকৃতি রক্ষার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১