আপডেট : ০৯ December ২০১৮
দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরছেন লাক্স তারকা রাখি মাহবুবা। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাখি মাহবুবা নিজেই। তিনি বলেন, ‘দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর দেশে ফিরছি। আর মাত্র কয়েক দিন পর দেশের মাটিতে পা রাখব। এই কয়েকটা দিন অপেক্ষা করতে ভালো লাগছে না। আবার সেই প্রিয় শহর ঢাকা, প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে, ভাবতেই ভীষণ ভালো লাগছে আমার।’ কিছুদিনের জন্য দেশে ফিরে গল্প এবং চরিত্র ভালো পেলে অভিনয় করতেও আগ্রহী রাখি। ২০১৩ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে যান তিনি। সেখানে উচ্চশিক্ষা শেষ হয় তার চলতি মাসেই। পড়াশোনা শেষ করে রাখি গেল মাসেই যোগ দেন একটি ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট প্রতিষ্ঠানে। অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত এই প্রতিষ্ঠানের একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রাখি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সৌভাগ্য যে পড়াশোনা শেষ করার পরই এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ পেয়েছি। বিশ্বের ৭০টি দেশে এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে। ষাট হাজারেরও বেশি চাকরিজীবী রয়েছে যার মধ্যে আমিও একজন। আমি আমার নতুন এই জীবন বেশ উপভোগ করছি। সবার দোয়া চাই আমি যেন একজন বাংলাদেশি হিসেবে দেশের বাইরে দেশের সুনাম আরো বৃদ্ধি করতে পারি।’ রাখি মাহবুবা অভিনীত প্রথম নাটক ছিল বিপাশা হায়াতের লেখা ও তৌকীর আহমেদের বিপরীতে ‘বিস্ময়’। অমিতাভ রেজার নির্দেশনায় সেলন চায়ের বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ আলোচনায় এসেছিলেন রাখি মাহবুবা। এতে তার সহশিল্পী ছিলেন বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। সর্বশেষ তিনি আরিফিন শুভর বিপরীতে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১