বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০১৮

ইভিএম প্রদর্শনী শুরু খুলনায়

জাতীয় সংসদ নির্বাচন: খুলনায় ইভিএম প্রদর্শনী শুরু ছবি : সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ বিষয়ে জনগণকে ধারণা দিতে গতকাল শনিবার থেকে খুলনা শহরে শুরু হয়েছে ইভিএম প্রদর্শনী।

আসন্ন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে ২২ নম্বর ওয়ার্ডের চারটি কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম প্রদর্শন করা হবে। কেন্দ্রগুলো হচ্ছে খুলনা জেলা স্কুল, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবু হানিফ কেরাতুল কোরআন মাদরাসা ও ফাতেমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আগামী ১২ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ১৫৭টি কেন্দ্রে ইভিএম প্রদর্শনীর আয়োজন করা হবে, যা নির্বাচনের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। ইভিএম নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে যেসব প্রশ্ন আছে তা এই প্রদর্শনীর মাধ্যমে দূর হবে বলে আশা করেন তিনি।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, জেলা নির্বাচন অফিসার মো. মাজহারুল ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক এএসএম ইকবাল হাসান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১