বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৮

স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবলীগ নেতা আটক

স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক যুবলীগ নেতা রতন আলী প্রতিনিধির পাঠানো ছবি


কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকার করে ভিডিও ধারনের অভিযোগে রতন আলী নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে হরিনারায়নপুর বালুভাণ্ডার থেকে তাকে আটক করা হয়। সে কুষ্টিয়ার হরিনারায়ানপুর ইউনিয়ন যুবলীগের সদস্য এবং সে ইবি থানাধীন পূর্ব আব্দালপুর গ্রামের মৃত গঞ্জের আলীর পুত্র।

থানা সূত্রে জানা যায়, স্কুলছাত্র সুজন (ছদ্মনাম) হরিনারায়নপুরে নিজ গ্রামে বন্ধুদের সঙ্গে খেলতে গেলে যুবলীগ নেতা রতন তাকে মোটরসাইকেলে ঘুরাবে বলে ডেকে নেয়। পরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বালুরভান্ডারের বাথরুমে নিয়ে বলাৎকার করে এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে। ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে।

ভুক্তভোগী ওই  ছাত্র জানায়, মোটরসাইকেলে ঘুরানোর নাম করে তাকে এমন অত্যাচার করা হয়েছে। পরে ঘটনা গোপন রাখতে ওই ছাত্রকে ভয়-ভীতিও দেখানো হয়েছে।

এদিকে যুবলীগ নেতা রতনের বিরুদ্ধে নিজ বালুভান্ডারের কর্মচারীসহ আরও একাধিক শিশুকে এমন অত্যাচার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং ভিডিও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১