বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৮

পাঁচ বছরে ৬০ লাখ বেড়ে কোটিপতি নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংরক্ষিত ছবি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক কোটি ৫৮ লাখ ১৬ হাজার ৯ টাকার মালিক। ইসিতে দাখিলকৃত হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে টাকার এই পরিমাণ দেখিয়েছেন তিনি। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় তার অস্থাবর সম্পদ ছিল ৯৮ লাখ ৩০ হাজার ৫৫০ টাকা। এ হিসেবে গেল পাঁচ বছরে তার অস্থাবর সম্পদ ৫৯ লাখ ৮৫ হাজার ৪৫৯ টাকা বেড়েছে।

সিলেট-৬ আসনের বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের স্থাবর সম্পদও বেড়েছে। ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে নাহিদ তার স্থাবর সম্পদের তালিকায় যৌথ মালিকানায় থাকা ৫ একর জমি ও ২ একরের বাড়ি দেখিয়েছিলেন। তখন তার নামে পাঁচ লাখ টাকা মূল্যের অকৃষি জমি ছিল। এরপর ২০১৪ সালে দশম জাতীয় নির্বাচনে নাহিদ স্থাবর সম্পদের পরিমাণ দেখান ৬৯ লাখ ১৮ হাজার টাকা। এবার একাদশ জাতীয় নির্বাচনে স্থাবর সম্পদ ৭২ লাখ ৭৮ হাজার ৪৩৮ টাকার দেখিয়েছেন নাহিদ। এ হিসেবে গত পাঁচ বছরে তার স্থাবর সম্পদ বেড়েছে ৩ লাখ ৬০ হাজার ৪৩৮ টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১