বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০১৮

৪৭ থেকে ৭৬


শুরুটা হয়েছিল ৪৭ দিয়ে। দ্বিতীয় সপ্তাহে বেড়ে দাঁড়াল ৭৬। এমনটাই হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবির ক্ষেত্রে। রায়হান রাফি পরিচালিত এ ছবিটি সারা দেশের ৪৭টি হলে মুক্তি পেয়েছিল ৩০ নভেম্বর। দ্বিতীয় সপ্তাহে গতকাল থেকে সারা দেশের মোট ৭৬টি হলে চলছে সিয়াম-পূজা জুটির দ্বিতীয় ছবি ‘দহন’।

জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, দর্শকের চাহিদার কারণেই হল মালিকরা ‘দহন’ ছবির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। যার কারণেই হলসংখ্যা বেড়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ জানান, প্রথম সপ্তাহে ছবির ব্যবসা বাম্পার হওয়ায় দ্বিতীয় সপ্তাহে হল প্রায় দ্বিগুণ হয়েছে।

এদিকে, গত বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বলাকা সিনেমা হলে অনুষ্ঠিত হয়েছে ‘দহন’ ছবির ‘গেট টুগেদার শো’। এতে ‘দহন’ ছবির কলাকুশলী, সাংবাদিক এবং শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন। আলোচিত ‘দহন’ ছবিতে ‘তুলা’ নামের একটি সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। পূজাকে দেখা যাবে ‘আশা’ গার্মেন্ট কর্মীর চরিত্রে। অন্যদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। এ ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ, রাইসা প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১